Friday, November 19, 2021

ফ্রিল্যান্সিং কে করবেন?

ফ্রিল্যান্সিং কে করবেন? 

ফ্রিল্যান্সিং পেশায় আপনাকে স্বাগতম, ফ্রিল্যান্সার দের লাইফ কেমন হয় ?

১ .ফ্রীলান্সার দের ইনকাম জব থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি

২. ফ্রীলান্সাররা অনলাইন জগতে দক্ষ তার মানে দুনিয়া সম্পর্কে অনেক দক্ষ, কারণ পৃথিবীর ৯০% বেশি কাজ আইটি নির্ভর

৩. ফ্রিল্যান্সারদের স্বাধীন জীবন, তারা কাজ করে আনন্দ পায়

৪. ইন্টারন্যাশনাল বন্ধুত্ব হয় অনেকের সাথে

৫.ফ্রিল্যান্সাররা তাদের পরিবারের সাথে বেশি সময় দিতে পারে,যা সবচেয়ে বড় অবদান

৬.ফ্রিল্যান্সারদের ইনকাম দিন দিন বাড়ে

৭ . ফ্রিল্যান্সাররা ধৈর্যশীল হয়

৮.ফ্রিল্যান্সাররা নতুন কিছু শিখতে পছন্দ করে

৯. ফ্রিল্যান্সাররা কম অহংকারী হয়, তারা অন্যকে ও কাজ করতে উৎসাহী করে

১০.ফ্রীলান্সাররা খারাপ কাজে জড়িত হয় না, কারণ তারা কাজে মনোযোগ থাকে বেশি, খারাপ কাজ করার সময় পায় না

১১ .ফ্রীলান্সিং এ হালাল ভাবে ইনকাম করার সুযোগ থাকে

১২. ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে অনেক দেশের সংস্কৃতি জানতে পারে

ফ্রিল্যান্সিং এর কিছু সেরা কাজ যে গুলো বেশি পাওয়া যায় এবং মাসিক ৩০-৫০ হাজার টাকা আয় হয় :

১ : ডিজিটাল মার্কেটিং, ২ : ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ,৩ : গ্রাফিক্স ডিজাইন, ৪ : সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন,৫ : এপস ডেভেলপমেন্ট,৬ : ভিডিও এডিটিং ,৭ : এফিলিয়েট মার্কেটিং


Previous Post
Next Post
Related Posts

0 comments:

Thanks for visit my website. Feel free discussion from my any post and I will happy for suggestions.