Thursday, May 16, 2019

৪৩০ জন নিয়োগ দেবে এলজিআরডি মন্ত্রণালয়


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বাস্তবায়নাধীন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায় শীর্ষক প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদে ৪৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

যেসব পদে নিয়োগ

মাঠ সংগঠক ২৫৮ জন, হিসাবরক্ষক ১ জন, হিসাব সহকারী ৪ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬৭ জন।

যোগ্যতা

যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি, উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ২৩ এপ্রিল, ২০১৯ পর্যন্ত ন্যূনতম বয়স ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে ৩২ বছর।

বেতন-ভাতা

মাঠ সংগঠক ও হিসাবরক্ষক পদের বেতন ১০ হাজার ২০০ টাকা এবং হিসাব সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বেতন ৯ হাজার ৩০০ টাকা।

আবেদনপদ্ধতি

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এ জন্য (http://cvdp3.teletalk.com.bd) এই ঠিকানায় গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে গত ২৩ এপ্রিল থেকে। শেষ হবে ১৪ মে, ২০১৯ বিকেল ৫টায়।

Copy : prothomalo.com
Previous Post
Next Post
Related Posts

0 comments:

Thanks for visit my website. Feel free discussion from my any post and I will happy for suggestions.